Blog Details

সবুজ কুঁড়ি

সহজিয়ার উদ্যোগে অরিন্দম, জাহেরা, অঙ্কিতার সহযোগিতায়, মানসের তত্ত্বাবধানে, স্থানীয় শিক্ষক দের উৎসাহে নামখানা ব্লকের পাতিভুনিয়া গ্রামে জনা ২৫ বাচ্চা কে নিয়ে তৈরি হয়েছে সবুজ কুঁড়ি।
সবুজ কুঁড়ির নিজস্ব ঘর বাড়ি নেই, তাই স্থানীয় মানুষ, স্থানীয় শিক্ষক দের উদ্যোগে বন্ধ থাকা প্রাইমারী স্কুলের জায়গা তে চলছে আমাদের ক্ষুদে পাঠশালা।
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের মুহুর্ত রইলো।
রইলো আমাদের আবেগ, ভালোবাসা, এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য ইচ্ছে
আর আবেদন রইলো আমাদের পাশে থাকার, সাথে থাকার 🙏