দোসরা জুন সহজিয়ার সুন্দরবনে ত্রাণ প্রকল্পের প্রথম যাত্রা ছিল। কি মর্মান্তিক পরিস্থিতিতে মানুষজন রয়েছেন আর এই যশ ঝড় এই মানুষগুলির জীবনে সারা বছরের। সহজিয়া বদ্ধ পরিকর এই মানুষদের পাশে দাঁড়াতে, একদিনের জন্য নয়, যতদিন প্রয়োজন ততদিনের জন্য। কোনো রাজনৈতিক ঢক্ক নিনাদ নয়, কোনো রাজনৈতিক স্বার্থের জন্য নয়, সহজিয়া মানুষের জন্য থাকবে।
সহজিয়া হার না মানা পণ করে সুন্দরবনে #যশ বিধ্বস্ত গ্রামে (পাতিবুনিয়া) পৌঁছে মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হোলো। গ্রামবাসীদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে তারা দিয়েছে, দেখে এসেছে, তারা নূন্যতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। নিজেদের হাত আরো বাড়িয়ে দিন এই মানুষগুলোর জন্য বৃহত্তর স্বার্থে।
Relief 1 : Block – Namkhana
GP – Shibrampur
Village – Patibunia
Beneficiaries – 100