A warm step is taken forward with the zeal to help the people in need in winter.
Sahajia will distribute rugs, woollens etc among the people in need at Kultoli, Jaynagar. Any kind of donation in form of Cash or Kind is accepted. You may reach at any of the contact numbers given below.
#শীত আসছে।
যশ বিধ্বস্ত সুন্দরবন এলাকার মানুষদের নূন্যতম সামগ্রী সাগরের জল ভাসিয়ে নিয়ে গেছে। শীতের তীব্রতার হাত থেকে তাঁদের বাঁচাতে আসুন না আমরা একটু ভালোবাসার হাত তাঁদের উদ্দেশ্যে বাড়িয়ে দেই। আপনার মূল্যবান সাহায্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনিও যোগ দিতে পারেন এর সাক্ষী হতে।
দিতে পারেন যে কোনো ধরণের শীতের পোষাক, চাদর, কম্বল অথবা আর্থিক সহায়তা।
স্থান – জয়নগর, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা
সময় – ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ
যোগাযোগ করার জন্যে অনুরোধ রইলো নিচের যে কোনো একটি ফোন নম্বরে –
সুপ্রিয়া সাহা বসাক – 9830210787
পামেলা সরকার – 9051877222
কাবেরী চ্যাটার্জী – 9123975794
Bank details –
Name of Bank : Union Bank of India
Branch : Sarat Bose Road, Kolkata
Account Name : SAHAJIA
Account No. : 524502010007306
IFSC : UBIN0552453